রাজের কয়েকটা ইন্টারভিউ দেখলাম। নেটওয়ার্কের বাইরে নাটকটা দেখেছিলাম। তখন তো সেভাবে চিনতাম না।
পরীমণিকে বিয়ে করার পর তখন নজরে আসেন। আর, এখন তো পরাণ আর হাওয়া দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন।
ইন্টারভিউতে দেখছিলাম তিনি যথেষ্ট প্রাণচঞ্চল, গুছিয়ে কথা বলেন, বউকে নিয়ে অভিব্যক্তি; এবং সকলকিছু মিলিয়ে তার ব্যক্তিত্ব অসাধারণ।
ব্যক্তি রাজকে চিনি না। ক্যামেরার সামনে সবাই ভালো ভালো কথা বলেন। সেই অর্থে কাউকে নিয়ে কিছু বলা মুশকিল।
কিন্তু রাজকে নিয়ে আমার একটা অবজারভেশন আছে।
পরীর সাথে যখন রাজের বিয়ে হয় তখন পরী নানান রকম বিতর্কে জড়িয়ে ছিলেন। একটার পর একটা তাকে নিয়ে বিতর্ক হচ্ছিলো।
রাজের সাথে বিয়ে হওয়ার পর পরী কিন্তু নতুন কোন বিতর্কে জড়ায়নি। তাছাড়া ওরা দুইজন নিজেদের মতো ভালো আছে। পরীর মাথার উপর কোন অবিভাবক ছিলো না।
আপাতত মনে হচ্ছে রাজ সেটা হয়ে পরীকে অনেকটা গুছিয়ে নিয়েছে। পরীকে নিয়ে রাজের বিভিন্ন কম্পলিমেন্ট শুনে মনে হয় রাজ যথেষ্ট পজেটিভ মাইন্ডের ছেলে।
জানি এখন অনেকেই বলবে দুইদিন পর এই সংসার টিকবে না। মিডিয়ার সবই নাটক ব্লা ব্লা ব্লা...
অনেক সংসারই ভাঙে। শুধু মিডিয়া না, সাধারণ মানুষেরও সংসার ভাঙে। দুইজন অসাধারণ মানুষও একইসাথে সংসার করতে পারেন না।
তাই ভাঙ্গা, গড়ার প্রসঙ্গে যাবো না। আপাতত আমি দেখছি রাজ সত্যিকার অর্থেই পরীকে অনেকটা গুছিয়ে দিয়েছেন।
মনেপ্রাণে চাইবো এবং দোয়াও করবো রাজ যেন তার রাজত্বে পরীকে সবসময় এভাবেই ভালোবেসে আগলিয়ে রাখেন।
পরীর কথাবার্তা শুনেও ওকে আমার খোলা মনের মেয়ে মনে হয়; কিন্তু ওই যে পারিবারিক কিছু ব্যাপার থাকে৷ মাথার উপর শক্ত ছায়াও লাগে; সেটা না থাকার কারণে কিছুটা এলোমেলো জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিলো।
নতুন অতিথি আর রাজকে নিয়ে পরীর নিজস্ব রাজত্ব হোক সেটাই চাইবো। নতুন কোন বিতর্ক আর তাকে স্পর্শ না করুক।
