AllBanglaNews24

অপু-মামুনের টিকটক-লাইকি আইডি ব্যান করা হচ্ছে

প্রকাশিত: ১৩:৫৮, ৪ আগস্ট ২০২০
অপু-মামুনের টিকটক-লাইকি আইডি ব্যান করা হচ্ছে

ছবি- সংগৃহীত

তরুণ সমাজকে বিপথে নেয়ার অভিযোগে বিতর্কিত টিকটকার অপু ও মামুনসহ কয়েকজনের আইডি ব্যান করা হচ্ছে। টিকটক ছাড়াও লাইকিতেও তাদের আইডি ব্যান করা হচ্ছে।

সোমবার রাতে ‘সাইবার-৭১’ এর অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে সাইবার-৭১ পরিচালক আবদুল্লাহ আল জাবের হৃদয় জানান, অপু-মামুনসহ বিকৃত ভিডিও প্রস্তুতকারীদের বিষয়ে টিকটকের আঞ্চলিক প্রধানের সঙ্গে কথা হয়েছে। তাদের আইডি শিগগিরই ব্যান করা হবে বলে জানিয়েছেন তারা।

এদিকে টিকটকের বিতর্কিত মুখ আপুকে সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে, উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টরের আলাউল এভিনিউ এলাকায় সড়কে এক ব্যক্তিকে মারধর করেন অপু। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার সন্ধ্যায় আলাউল এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link
নামাজের সময়সূচি :: Salah Time in Bangladesh
ফজর ৪:২৪ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ৪:৩০ বিকেল
মাগরিব ৬:২৩ সন্ধ্যা
ইশা ৭:৩৮ রাত

ঢাকা, মঙ্গলবার ১৩ এপ্রিল ২০২১

সর্বশেষ

পাঠকপ্রিয়