AllBanglaNews24

প্রকাশিত: ২২:৩৪, ২৬ অক্টোবর ২০২০
আপডেট: ০০:২৮, ২৭ অক্টোবর ২০২০

নদীতে ভাসছে হাজার হাজার লাউ

নদীতে ভাসছে হাজার হাজার লাউ

ছবি : সংগৃহীত

হালকা স্রোত। সেই পানিতে ভেসে আসছে হাজার হাজার লাউ। সেগুলো সংগ্রহ করছে কিশোর-কিশোরীরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ছবিটি বান্দরবানের চাপাছড়ি নামক জায়গার। বাগান থেকে লাউ সংগ্রহ করে সেগুলো ভাসিয়ে দেয়া হয় পানিতে। এরপর দুই কিলোমিটার দূরে স্রোতের দিকে বাজারের কাছাকাছি জায়গায় সেই লাউগুলো সংগ্রহ করা হয়। পরিবহন খরচ বাঁচাতে লাউচাষীরা এ পন্থা অবলম্বন করছেন।

অনুভ্রমণ নামের একটি ট্রাভেল ব্লগে ছবিগুলো আপলোড দিয়ে লেখা হয়েছে, বাংলাদেশ যে গল্পের নেই শেষ। বান্দরবানের চাপাছড়িতে ২ কিলোমিটার দূরের খামার থেকে পাশের খালে ভাসিয়ে দেয়া হয়েছে হাজার হাজার লাউ। সেগুলো বাজারের কাছেই নদীতে পড়ার ঠিক আগেই সংগ্রহ করছে খামারের লোকেরা!

সত্যিই এমন ছবি আমাদের মন ভালো করে দেয়। মনের অজান্তেই বলে উঠি, কবি জীবনানন্দ দাসের কবিতা, ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ / খুঁজিতে যাই না আর।’

 

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add