৯০০ কোটি টাকা খরচেও মার্টিনেজকে কিনতে রাজি টটেনহ্যাম
চলতি মৌসুমে দলবদলে বড় বাজেট নিয়েই এসেছে ইংলিশ দল টটেনহ্যাম হটস্পার। ইতোমধ্যেই একাধিক দলবদল সেরে ফেলেছে। এবার দলটির চোখ আর্জেন্টাইন ফুটবলার লাওতারো মার্টিনেজের ওপর। তাকে দলে পেতে ৯০০ কোটি টাকা খরচ করতেও রাজি দলটি, জানাচ্ছে ইংলিশ সংবাদ মাধ্যম।