১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর মার্শ-ম্যাকডার্মট ৬৩ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন। ম্যাকডার্মটকে সাকিব ফিরিয়ে এই জুটি ভাঙেন।
এরপর হ্যানরিকস-মার্শকে ফিরিয়ে ম্যাচের মড় ঘুরিয়ে দেন। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৩। ১৯তম ওভারে মোস্তাফিজ মাত্র ১ রান দিয়ে ম্যাচের নাটাই নিজেদের হাতে নিয়ে নেন। শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২২। কিন্তু ১১৭ রানের বেশি করতে পারেনি অজিরা।
বাংলাদেশ জিতে ১০ রানে। টানা তিন ম্যাচ জিতে প্রথমবারের মতো যে কোনো ফরম্যাটের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ।
বাংলাদেশঃ ১২৭/৯ (২০ ওভার)
অস্ট্রেলিয়া: ১১৭/৪ (২০ ওভার)
