কিছুদিন আগে অনলাইনে ভাইরাল হওয়া সেই মা-ছেলের সাথে মুশফিকুর রহিমের সাক্ষাৎ!
রাজধানীর পল্টন মাঠের ঘটনা থেকেই আলোচনায় আসেন ঝর্না ও তার ছেলে ইয়ামিন। অনেক ক্রিকেটপ্রেমীর চোখে এটা অনুপ্রেরণাদায়ক এক ছবিও বটে।
১১ বছর বয়সী শেখ ইয়ামিন সিনান এর প্রিয় তারকা মুশফিকুর রহিম। এ খবর মুশফিকের কানে যেতে যতটা দেরি হয়েছে ইয়ামিনের সঙ্গে দেখা করতে ততটা দেরি করেন নি মুশফিক। সরাসরি মাঠে গিয়ে সেই মা-ছেলেকে চমকে দিয়েছেন মুশফিকুর রহিম। ইয়ামিনকে নিজের জার্সি ও উপহার দেন মুশফিকুর রহিম।
অল বাংলানিউজ ২৪
