AllBanglaNews24

প্রকাশিত: ১৯:৩৩, ২১ অক্টোবর ২০২০

স্ত্রীকে যত্নশীল জীবন সঙ্গিনী আখ্যা দিলেন আফ্রিদি

স্ত্রীকে যত্নশীল জীবন সঙ্গিনী আখ্যা দিলেন আফ্রিদি

ছবি: সংগৃহীত

দেখতে দেখতে দাম্পত্য জীবনের ২০ বছর বা দুই দশক পার করে ফেলেছেন পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন। 

বিবাহবার্ষিকীর কথা মনেই ছিল না আফ্রিদির। স্ত্রী নাদিয়াই মনে করিয়ে দিয়েছিলেন বিবাহবার্ষিকীর কথা। খেলা আর নিজের ফাউন্ডেশন নিয়ে ব্যস্ত আফ্রিদ বেমালুম ভুলে গিয়েছিলেন বিশেষ দিনটিকে। অবশ্য তাতেও স্ত্রী একটুও রাগ করেননি। বরং জমকালোভাবেই উদযাপন করা হয়েছে বিশেষ এই দিন।

এক টুইট বার্তায় আফ্রিদি বলেন, আজ বিয়ের ২০ বছর পূর্ণ হল। আলহামদুলিল্লাহ্‌, এমন যত্নশীল জীবন সঙ্গিনী পেয়ে আমি কৃতজ্ঞ। সে আমাদের কাছে সন্তানদের বোধশক্তিসম্পন্ন এবং চমৎকার একজন মা।

আফ্রিদি আরো বলেন, আজ যে আমার বিবাহবার্ষিকী আমি ভুলেই গিয়েছিলাম। তবুও সে আমাকে ক্ষমা করে দিয়েছে। তার আরো একটি অনন্য গুণ। নাদিয়া শহীদ আফ্রিদি, তোমাকে শুভেচ্ছা।

আফ্রিদির টুইট পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই পোস্টে সতীর্থ-ভক্ত-সমর্থকরা ছড়িয়ে দিচ্ছেন অভিনন্দন আর ভালোবাসার বৃষ্টি।

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

Add