বাবা হয়েছেন ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ঘরে আলো করে নতুন অতিথি আসলো বিরাট-আনুশকার ঘরে। সোমবার দুপুরে কোহলি পত্নী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার কোলে জুড়ে আসে কন্যা সন্তান।
বিরাট কোহলি নিজেই টুইটারে বাবা হওয়ার সুখবর জানিয়েছেন। মা এবং সন্তান দু’জনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।
টুইটারে কোহলি লিখেছেন, ‘আমরা অত্যন্ত রোমাঞ্চিত, সবাইকে জানাতে চাই যে আজ দুপুরে আমাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন, শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আনুশকা এবং আমাদের নবজাতক উভয়েই সুস্থ আছে এবং আমরা নতুন একটি জীবনে পা রাখতে যাচ্ছি। আমি অবশ্যই আশা করবো, এই সময়টিতে আপনারা আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন। সবাইকে ভালোবাসা- বিরাট’।
নিজ
এদিকে, নতুন সন্তানের আগমনে কোহলি-আনুশকা দম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভক্ত-সমর্থক ও সতীর্থরা।
২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতীয় ক্রিকেট তারকা ও বলিউড তারকা আনুশকা শর্মা।
