AllBanglaNews24

প্রকাশিত: ১০:৪৩, ১১ মার্চ ২০২০
আপডেট: ১৪:৩৫, ১১ মার্চ ২০২০

আফগানিস্তানে প্রেসিডেন্ট তালেবান বন্দীদের মুক্তির অনুমতিতে সই করল

আফগানিস্তানে প্রেসিডেন্ট তালেবান বন্দীদের মুক্তির অনুমতিতে সই করল

ছবি : সংগৃহীত

প্রেসিডেন্ট আশরাফ ঘানির এই ডিক্রি অনুযায়ী এসব বন্দীকে "যুদ্ধের ময়দানে না ফেরার লিখিত প্রতিশ্রুতি" দিতে হবে।
এর বদলে তালেবানরা ১০০০ সরকারি সেনাকে হস্তান্তর করতে  রাজী হয়েছে।

তালেবানদের সাথে এর আগে সই করা চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার পর এই পদক্ষেপ নিল।
প্রেসিডেন্ট আশরাফ ঘানির সই করা ওই ডিক্রি অনুযায়ী, ১৫০০ বন্দীকে ১৫ দিনের মধ্যে মুক্তি দিতে হবে, ।

মুক্তির পাশাপাশি আফগান সরকারের সাথে তালেবানদের আলোচনাও চলতে থাকবে। যদি আলোচনা অগ্রসর হয় তাহলে আফগান সরকার প্রতি দুই সপ্তাহে ৫০০ করে তালেবান বন্দীকে মুক্তি দেবে। সব মিলিয়ে মোট ৫০০০ হাজার তালেবান মুক্তি না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে।

চুক্তি অনুযায়ী, তালেবানদের সহিংসতা কমিয়ে আনা অব্যাহত রাখতে হবে, এবং তাদের নিয়ন্ত্রিত এলাকায় যাতে আল-কায়েদা বা অন্য কোন চরমপন্থী সংগঠন পরিচালিত হতে না পারে তার নিশ্চয়তা দিতে হবে।
 

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add